‘সীমিত’ আকারে চালু গণপরিবহন

সরকারের সিদ্ধান্ত মেনে আগামী রোববার থেকে বাস, ট্রেন, লঞ্চ সীমিত আকারে চালানোর প্রস্তুতি শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষ ট্রেনের সংখ্যা এবং টিকিট বিক্রি কমিয়ে সীমিত চলাচল নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। লঞ্চের শুধু ডেকে যাত্রী পরিবহন কমিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সড়ক পরিবহনে কীভাবে সীমিত যাত্রী চলাচল নিশ্চিত করা হবে, সেটা নিয়ে সন্দিহান খোদ কর্তৃপক্ষই।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিবহন খাতের এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) নৌ খাতের মালিক–শ্রমিক নেতাদের নিয়ে শুক্রবার বৈঠক করে সিদ্ধান্ত নেবে। আর রেলমন্ত্রী শনিবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন।



আটটি আন্তনগর ট্রেন দিয়ে যাত্রী পরিবহন শুরু হবে। অর্ধেক আসনের টিকিট বিক্রি হবে। লঞ্চের ডেকে অন্তত তিন ফুট দূরত্ব বজায় রাখার চিন্তা। সড়ক পরিবহন নিয়ে জটিলতা আছেই। শুক্রবার পরিবহন ও লঞ্চ খাতের মালিক–শ্রমিকদের সঙ্গে সরকারের বৈঠক।

সরকারের সিদ্ধান্ত মেনে আগামী রোববার থেকে বাস, ট্রেন, লঞ্চ সীমিত আকারে চালানোর প্রস্তুতি শুরু হয়েছে। রেল কর্তৃপক্ষ ট্রেনের সংখ্যা এবং টিকিট বিক্রি কমিয়ে সীমিত চলাচল নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে। লঞ্চের শুধু ডেকে যাত্রী পরিবহন কমিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে সড়ক পরিবহনে কীভাবে সীমিত যাত্রী চলাচল নিশ্চিত করা হবে, সেটা নিয়ে সন্দিহান খোদ কর্তৃপক্ষই।

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) পরিবহন খাতের এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ) নৌ খাতের মালিক–শ্রমিক নেতাদের নিয়ে শুক্রবার বৈঠক করে সিদ্ধান্ত নেবে। আর রেলমন্ত্রী শনিবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করবেন।

রেলওয়ে সূত্র জানিয়েছে, রোববার থেকে ৮টি আন্তনগর ট্রেন দিয়ে সীমিত আকারে ট্রেন চলাচল শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। ৩ জুন থেকে আরও ৯টি আন্তনগর ট্রেন বাড়ানোর পরিকল্পনা আছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে সব ট্রেনে নির্ধারিত আসনের অর্ধেক টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেলমন্ত্রীর নেতৃত্বে বৈঠকে এগুলো চূড়ান্ত করা হবে।

১৭ ট্রেন চালু হবে, টিকিট বিক্রি হবে অর্ধেক

আগামী রোববার থেকেই সীমিত আকারে যাত্রীবাহী ট্রেন চালু করবে রেলওয়ে। সংস্থাটির নেওয়া পদক্ষেপগুলো হচ্ছে—১. দুই দফায় ১৭টি আন্তনগর ট্রেন চালু করা হবে। ২. চলাচল করা ট্রেনের অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে। ৩. মাঝপথে কম যাত্রাবিরতি থাকবে। ৪. হ্যান্ড সেনিটাইজার এবং বাথরুমে সাবানের ব্যবস্থা করা হবে।

রেলওয়ে সূত্র জানিয়েছে, রেলের পূর্ব ও পশ্চিমাঞ্চলে শতাধিক আন্তনগর ট্রেন চলাচল করে। রোববার থেকে ৮টি ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হচ্ছে ঢাকা–চট্টগ্রাম পথের সোনার বাংলা ও সুবর্ণ এক্সপ্রেস। ঢাকা–সিলেট পথে কালনী এক্সপ্রেস। ঢাকা–পঞ্চগড় পথে পঞ্চগড় এক্সপ্রেস। ঢাকা–রাজশাহী পথে বনলতা এক্সপ্রেস। ঢাকা–লালমনিরহাট পথে লালমনিরহাট এক্সপ্রেস। চট্টগ্রাম–সিলেট পথে উদয়ন/পাহাড়িকা এক্সপ্রেস। ঢাকা–খুলনা পথে চিত্রা এক্সপ্রেস ট্রেন।

এগুলো হচ্ছে তিস্তা এক্সপ্রেস (ঢাকা–দেওয়ানগঞ্জবাজার), বেনাপোল এক্সেপ্রেস (ঢাকা–বেনাপোল), নীলসাগর (ঢাকা–চিলাহাটি), রূপসা এক্সপ্রেস (খুলনা–চিলাহাটি), কপোতাক্ষ এক্সপ্রেস (খুলনা–রাজশাহী), মধুমতি এক্সপ্রেস (রাজশাহী–গোয়ালন্দঘাট), মেঘনা এক্সপ্রেস (চট্টগ্রাম–চাঁদপুর), কিশোরগঞ্জ এক্সপ্রেস (ঢাকা–কিশোরগঞ্জ), উপকূল এক্সপ্রেস (ঢাকা–নোয়াখালী)।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ